হাবিবুর রহমান হাবিব শাল্লা (সুনামগঞ্জ) থেকে : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জে২ আসনে মনোনয়ন পেয়েছেন নতুন প্রার্থী- শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)।
উল্লেখ্য সুনামগঞ্জ-২ আসনটিতে টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত।
বর্ষীয়ান এই নেতার মৃত্যুর পর আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন উনার স্ত্রী জয়া সেন গুপ্তা।
তবে বয়স বেড়ে যাওয়ায় এবার বাদ পড়েছেন তিনি। উনার পরিবর্তে এই আসনে নৌকার মাঝি হয়েছেন শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)।
এজন্য অবশ্য আল আমিন চৌধুরীকে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়তে হয়েছে।
উল্লেখ্য ২৬ নভেম্বর রবিবার রবিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থী হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আল আমিন চৌধুরী নৌকা প্রতীক পাওয়ায় সন্ধ্যায় শাল্লা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছেন।
আপনার মতামত লিখুন :