নিজেস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ সিলেট-৫ আসনে নৌকার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর ২০২৩ইং) দুপুর ১২টায় উৎসব মুখর পরিবেশে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে সিলেট জেলা প্রশাসক (রিটার্নিং) অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়নপত্র জমাদানকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনে নৌকার মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দীন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন, সহ- সভাপতি আসাদ উদ্দিন আহমদ, ফয়জুল আনোয়ার আলাওর, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খোন্দকার মহসিন কামরান,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ হোসেন রবিন, সহ-প্রচার সম্পাদক সুয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য আজম খান, আব্দুল আজিম জুনেল, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারওয়ার সবুজ, সৈয়দ কামাল, মহসিন চৌধুরী, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুয়েদ, উপদেষ্টা এনাম উদ্দিন, কানাই দত্ত, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ মুফতি আব্দুল খাবির, আব্দুর রব হাজারী, সালাউদ্দিন বক্স সালাই, দিলওয়ার হোসেন রাজা,সাজোয়ান আহমদ,ছয়েফ খাঁন,এডভেকেট মোস্তাফা দিলওয়ার আজহার, বদরুল ইসলাম বদরু, মানিক মিয়া, সফিকুল ইসলাম আলকাছ, মঈনুল ইসলাম মঈন, ফজলে রাব্বি মাসুম সহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।
আপনার মতামত লিখুন :