নিজেস্ব প্রতিবেদক : বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিক্যাল এসোসিয়েশন (বিএএমএ), সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে এর ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জুন (শুক্রবার) দুপুরে সিলেট জালালাবাদ থানাধীন সোনাতলাস্থ সিলভিয়া ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ পুনর্মিলনী সভায় সভাপতিত্ব করেন শাখার সভাপতি ডা. ফয়সল আহমদ বাবুল।
সাধারণ সম্পাদক আয়ুর্বেদিক চিকিৎসক মোঃ রেজাউল করিম লায়েকের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি কবিরাজ বিধান রায়, সহ সাধারণ সম্পাদক আয়ুর্বেদিক চিকিৎসক হাদিছ মিয়া আকন্দ, সহ সাধারণ সম্পাদক আয়ুর্বেদিক চিকিৎসক মাওলানা হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আয়ুর্বেদিক চিকিৎসক মেহেদী হাসান লিটন, ছাত্র বিষয়ক সম্পাদক আয়ুর্বেদিক চিকিৎসক নকুল চন্দ্র দাস, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আয়ুর্বেদিক ও হোমিও চিকিৎসক ডা. হাজেরা কুদ্দুছ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ শাহেদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াছমিন, নব নিযুক্ত সুনামগঞ্জ জেলা আহবায়ক শাহ মঞ্জুর আহমদ, দপ্তর সম্পাদক রমজান আহমদ ফয়েজ, নির্বাহী সদস্য আয়ুর্বেদিক চিকিৎসক জেসমিন আক্তার আকন্দ, মিনহা ছাদিক মান্না, মোঃ জাহেদুল ইসলাম বাবলু ও ওমর ফারুক প্রমুখ।
এর আগে এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে “কোভিড – অমিক্রন –এক্সবিবি ” এর আয়ুর্বেদিক প্রতিকার ও প্রতিরোধ“ শীর্ষক শিরোনামে বক্তব্য উপস্থাপন করেন শাখার সাধারণ সম্পাদক, আয়ুর্বেদিক চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রেজাউল করিম লায়েক। শাখা সভাপতি ডা. ফয়সল আহমদ বাবুল সদস্যদের মাঝে আইডি (পরিচয় পত্র) কার্ড বিতরণের মধ্য দিয়ে সভাটি সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :