নিজেস্ব প্রতিবেদক : বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিক্যাল এসোসিয়েশন (বিএএমএ), সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ১০ ঘটিকায় সিলেট জালালাবাদ থানাধীন সোনাতলাস্থ সিলভিয়া ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শাখার সভাপতি ডা. ফয়সল আহমদ বাবুল।
সাংগঠনিক সম্পাদক আয়ুর্বেদিক চিকিৎসক মেহেদী হাসান লিটন মিয়ার পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আয়ুর্বেদিক চিকিৎসক রেজাউল করিম লায়েক, সহ-সাধারণ সম্পাদক আয়ুর্বেদিক চিকিৎসক হাদিছ মিয়া আকন্দ, সহ-সাধারণ সম্পাদক আয়ুর্বেদিক চিকিৎসক নাইমুল ইসলাম, কোষাধ্যক্ষ আয়ুর্বেদিক চিকিৎসক জাহাঙ্গীর আলম বাবুল, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাজেরা কুদ্দুছ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াছমিন, হাবিবুর রহমান, নাইমা বেগম, জেসমিন আক্তার আকন্দ, আমিনুল ইসলাম ওমর ফারুক প্রমুখ।
আলোচনা সভা শেষে ২টি পর্বে এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের ১ম পর্বে “স্বাস্থ্য সুরক্ষায় আয়ুর্বেদিক চিকিৎসা ভূমিকা” শীর্ষক শিরোনামে বক্তব্য উপস্থাপন করেন শাখার সাধারণ সম্পাদক, আয়ুর্বেদিক চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ
রেজাউল করিম লায়েক ।
২য় পর্বে “মহিলাদের সাদাস্রাব রোগের আয়ুর্বেদিক_চিকিৎসা” শীর্ষক শিরোনামে বক্তব্য উপস্থাপন করেন কোষাধ্যক্ষ ও আয়ুর্বেদিক চিকিৎসক, প্রভাষক কবিরাজ জাহাঙ্গীর আলম বাবুল ।
আপনার মতামত লিখুন :