শাল্লা উপজেলা আ’লীগের সভাপতি অলিউল হক আর নেই


sylnews24 প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৩, ৪:২৯ অপরাহ্ন /
শাল্লা উপজেলা আ’লীগের সভাপতি অলিউল হক আর নেই

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ অলিউল হক  আর নেই। তিনি বৃহস্পতিবার দিনগত রাত   রাত ১টা ৪৫ মিনিটে   কাশিপুর গ্রামে উনার নিজ বাড়িতে (বার্ধক্য জনিত কারণে) ইন্তেকাল করেছেন।

শুক্রবার বাদ জুমা মরহুমের নিজ বাড়ির সামনের  মাঠে  জানাজার নামাজের পর কাশিপুর পাঞ্জেগানা কবর স্থানে উনাকে দাফন করা হয়েছে।

মৃত কালীন সময়ে উনার বয়স হয়েছিল ৮৫ বছর, মরহুম অলিউল হক স্ত্রী, ৪ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনি  সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বয় জৈষ্ঠ্য এই নেতার  মৃত্যুতে শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও  উপজেলা পরিষদের (সাবেক )চেয়ারম্যান,  সুনামগঞ্জ ২ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ,   সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের শাল্লা উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা ফখরুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

উনার মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা  আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন ও এলাকায় নেমে আসে শোকের ছায়া।