শাল্লা ইউনিয়ন কৃষক সমাবেশ অনুষ্ঠিত


sylnews24 প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৫, ৩:৪১ অপরাহ্ন /
শাল্লা ইউনিয়ন কৃষক সমাবেশ অনুষ্ঠিত

হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে সুনামগঞ্জের  শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের সাতপাড়া বাজারে কৃষক সমাবেশ ৩১ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে  উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের যৌথ পরিচালনায়  অনুষ্ঠিত  কৃষক সমাবেশে   সুনামগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ,শামীম মিয়া, বাউল-নিজাম উদ্দিন,  সুনামগঞ্জ জেলা কৃষক দল নেতা আমিরুল ইসলাম, হবিগঞ্জ জেলা যুবদল নেতা অরজিত বাবু, শাল্লা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন শিশু বক্তব্য রাখেন।

বক্তাগণ জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ ।

জানাযায়  জাতীয়তাবাদী শক্তি কে শক্তিশালী করার লক্ষে শিগগিরই পর্যায় ক্রমে উপজেলার বাকি তিনটি ইউনিয়নে ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে।