শাল্লার বীরাঙ্গনা জমিলার ইন্তেকাল


sylnews24 প্রকাশের সময় : জুন ১৫, ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন /
শাল্লার বীরাঙ্গনা জমিলার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধে অনন্য ভূমিকা রাখা নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) মোছাঃ জমিলা খাতুন ৬৮ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত আলকাছ মিয়ার স্ত্রী।

১৪ জুন শুক্রবার   সন্ধ্যার পরে তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পরে যায়।তাৎক্ষণিক দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে স্থানীয় উজানগাঁও কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

মৃত্যুকালিন সময়ে তিনি ২ ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।