শাল্লায় বিএনপির নবগঠিত আহব্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল


sylnews24 প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৫, ১:২৭ অপরাহ্ন /
শাল্লায় বিএনপির নবগঠিত আহব্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সূত্রে  জানাযায় ২৪ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায়  সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয় থেকে, জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট মো. আব্দুল হক স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়েছে।

শাল্লা উপজেলা বিএনপির নব গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন উপজেলা বিএনপির সাবেক  যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।

১ম  যুগ্ম আহ্বায়ক হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ২য় যুগ্ম আহ্বায়ক হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, ৩য় যুগ্ম আহ্বায়ক হয়েছেন বাহাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাস ও ৪র্থ যুগ্ম আহ্বায়ক হয়েছেন আব্দুল করিম।

শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনায় দলীয় লোকদের মাঝে আনন্দের জোয়ার বইছে।  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই নবাগত কমিটির নেতৃবৃন্দ কে অভিনন্দন জানিয়েছেন।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শাল্লা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন সম্মিলিতভাবে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল  করে, মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ রোডস্থ যুবদলের কার্যালয়ের সামনে জড়ো  হয়ে এক পথ সভায় মিলিত হন।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায়  অনুষ্ঠিত  পথসভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলার নেতৃবৃন্দর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিস্তর বক্তব্য রাখেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করে, সোনার বাংলা বিনির্মাণে জাতীয়তাবাদী শক্তির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এছাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের প্রমূখ নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে উক্ত পথসভায় বক্তব্য রাখেন।