হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে সুনামগঞ্জ জেলার উপ পরিচালক বিমল চন্দ্র সোমের সভাপতিত্বে, শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষারের সঞ্চালনায় ২২ জানুয়ারি সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মতিউজ্জামান।
প্রধান অতিথি উপস্থিত কৃষকদের উদ্দেশ্য নিরাপদ ফসল উৎপাদনে জৈব কৃষির ব্যবহারের আহ্বান জানিয়ে আধুনিক চাষাবাদ পদ্ধতিতে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিস্তর বক্তব্য রাখেন।
উপজেলা কৃষি অফিসার জানান এবছর ১৭ শত ৫০ হেক্টর জমিতে রবি মৌসুমের সবজির আবাদ হয়েছে। সঠিক প্রশিক্ষণের ফলে সবজি চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। হাওরে এবছর ২১ হাজার ৭শত ১৪ হেক্টর জমিতে বিভিন্ন জাতের উফসী ও হাইব্রিড ধানের চাষাবাদ করা হয়েছে। পোকা মাকড়ের উপস্থিতি কম বিধায় ফসল ভাল হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :