শাল্লায় কৃষিতে ক্লাইমেট স্মার্ট উৎপাদন প্রযুক্তি ব্যবহার করার আহ্বান জানালেন মোঃ মতিউজ্জামান


sylnews24 প্রকাশের সময় : জুন ৯, ২০২৪, ২:৪৯ অপরাহ্ন /
শাল্লায় কৃষিতে ক্লাইমেট স্মার্ট উৎপাদন প্রযুক্তি ব্যবহার করার আহ্বান জানালেন মোঃ মতিউজ্জামান

স্টাফ রিপোর্টার : সিলেট অঞ্চলের কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ মতিউজ্জামান ৯ জুন (রবিবার) শাল্লা উপজেলা পরিষদ গণমিলনায়তনে ফ্লিপ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস শাল্লার আয়োজনে দিন ব্যাপী কৃষক-কৃষাণি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন।

কর্মশালায় তিনি ক্লাইমেট স্মার্ট উৎপাদন প্রযুক্তি, ভাসমান কৃষি, জিরো টিলেজ পদ্ধতিতে রসুন চাষাবাদ, এডব্লিউ ও কৃষিতে ক্লাইমেট স্মার্ট উৎপাদন প্রযুক্তির ব্যবহার করার জন্য কৃষক-কৃষাণিদের প্রতি আহ্বান জানিয়ে বিস্তর বক্তব্য রাখেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে  জেলা প্রশিক্ষণ অফিসার মোস্তফা ইকবাল আজাদ আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বক্তব্য রাখেন।

এছাড়া উক্ত কর্মশালায়  নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তি ও ভাসমান সবজি উৎপাদন নিয়ে

শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষার কৃষক কৃষাণিদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।