স্টাফ রিপোর্টার : শাল্লা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১০ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ২০২৪-২৫ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক – কৃষাণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মতিউজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমল চন্দ্র সোম উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সুনামগঞ্জ।
উপজেলা কৃষি অফিসার মোঃ শওকত জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিভূতোষ চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন্ত চন্দ্র কর, রনয় চন্দ্র বিশ্বাস।
বক্তাগণ-ধানের আধুনিক চাষাবাদ কৌশল, ধানের জাত পরিচিতি, বোর মৌসুমে উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাতসমূহ, ধান চাষে উন্নত কৃষি তাত্ত্বিক ব্যাবস্থাপনা, ধান চাষে অনিষ্টকারী পোকামাকড় ব্যবস্থাপনা,
ধান চাষে রোগ ব্যবস্থাপনা, ফলনোত্তর ফসল সংগ্রহ , বীজ উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি সহ কৃষি বিষয়ক নানা বিষয়ে আলোচনান্তে বিস্তর বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :