নেদারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি দলের ব্র্যাক-সমন্বিত উন্নয়ন কর্মসূচীর কার্যক্রম পরিদর্শন


sylnews24 প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৩, ৪:৩৪ অপরাহ্ন /
নেদারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি দলের ব্র্যাক-সমন্বিত উন্নয়ন কর্মসূচীর কার্যক্রম পরিদর্শন

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকে : ৩০ শে আগস্ট বুধবার নেদারল্যান্ড সরকারের বাংলাদেশে নিযুক্ত দূতাবাসের ডেপুটি এ্যাম্বাসেডর মিঃ দিস ওয়াউডস্ট্রা, প্রথম সচিব মিসেস মেরিনা পাস্তর , সিনিয়র পলিসি এ্যাডভাইজার ডাঃ শিবলী সাদিক, বেসরকারি উন্নয়ন  সংস্থা ব্র্যাক এর সমন্বিত উন্নয়ন কর্মসূচির আওতায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে শাল্লায় আসেন।

উক্ত প্রতিনিধি দল সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের অন্তর্গত নাসিরপুর গ্রামে ব্র্যাক শাল্লা এলাকা অফিস কর্তৃক পরিচালিত শিক্ষা,স্বাস্থ্য , বিশুদ্ধ পানি ব্যবস্থাপনা, গাইড ওয়াল নির্মাণ সহ নানাবিধ কর্মকাণ্ড পরিদর্শন করেন।

প্রতিনিধি দল প্রথমে নাসিরপুর গ্রাম উন্নয়ন সংগঠনের সদস্যদের নিয়ে মিটিং করেন এবং তাদের আর্থ-সামজিক  ও স্যানিটেশন এর ব্যাপারে মতবিনিময় করেন, সেই সাথে  পানি সরবরাহ ব্যবস্থাপনা কমিটি, গাইড ওয়াল, অনুদানের মাধ্যমে প্রাপ্ত ল্যাট্রিন সুবিধাভোগী, টেলি  মেডিসিন সেবা এবং ব্র্যাক স্কুল পরিদর্শন করেন।  সব শেষে স্কুলের শিক্ষার্থী দ্ধারা পরিচালিত ব্যাক্তি গত পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য অভ্যাসেরন উপর একটি ছোট নাটিকা দেখেন এবং প্রোগাম পার্টিসিপেন্ট’দের সহিত মতবিনিময় করেন।

ব্র্যাক- সমন্বিত উন্নয়ন কর্মসূচির  এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি এই কাজ গুলো মানুষের জন্য বড় উন্নয়ন হিসেবে দাবি করেন।

এই সময় ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন হোসাইন ইসরাত আদিব  পরিচালক (আইডিপি ও  ওয়াশ),    প্রোগ্রাম হেড   (ওয়াশ) মোঃ জিল্লুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার আইডিপি  মোঃ কামরুজ্জামান  ,  প্রোগ্রাম ম্যানেজার-ওয়াশ  মোঃ ফারুক হোসেন,  মোঃ শাহাজাহান আলী,  ব্র্যাক জেলা সমন্বয়ক এ কে আজাদ,  ম্যানেজার (আইডিপি)মোঃ সুলতান মাহবুব, ব্র্যাক শাল্লা এলাকা ব্যাবস্থাপক মোঃ মিজানুর রহমান।

এছাড়া শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব, শাল্লা থানার অফিসার ইনাচার্জ মোঃ আমিনুল ইসলাম,  শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আব্দুস সাত্তার মিয়া সহ সুশীল সমাজের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন