হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকে : শাল্লা উপজেলার ভেড়াডহর গ্রামের কৃষক নিপেশ চন্দ্র বৈষ্ণব সম্পুর্ন জৈবিক উপায়ে চলতি রবি মৌসুমে বেগুন চাষাবাদ করেছে।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে জৈব কৃষি প্রদর্শনীর বেগুন চাষাবাদ করেছেন।
তিনি বেগুন চাষে রাসনায়িক কীটনাশকের পরিবর্তে বায়ো পোস্টিসাইট ব্যাবহার করেন। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য ফেরামোন ট্রাম্প ও অন্যান্য চোষক পোকার দমনের জন্য হলুদ আঁটালো ফাঁদ ব্যবহার করেন।
উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষার জানান, শাল্লা উপজেলায় এবছর ৭৫০ হেক্টর জমিতে সবজির চাষ করা হয়েছে।
নিপেশ চন্দ্র বৈষ্ণব বলেছেন, উপজেলা কৃষি কৃষি অফিসের সহযোগিতায় এবছর তিনি গেল বছরের তুলনায় অধিক লাভবান হয়েছেন। সেই সাথে নিরাপদ ফসল উৎপাদনে কৃষক পর্যায়ে জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
কৃষি অফিস সূত্রে জানা যায় উপজেলার ভেড়াডহর, প্রতাপপুর, মেদা, মুছাপুর, ফয়জুল্লাপুর, শাউদের শ্রী, বিষ্ণুপুর, মাহমুদনগর, শসার কান্দা, মির্জাকান্দা সহ বিভিন্ন গ্রামে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয়।
আপনার মতামত লিখুন :