হাবিবুর রহমান হাবিব, শাল্লা থেকে : আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জে-২ আসনে নৌকার মনোনয়ন লাভের পর নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লায় ২৮ নভেম্বর মঙ্গলবারে জনতার সাথে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)।
সিলেটে নিজ বাসা থেকে সড়ক পথে তিনি প্রথমে দিরাই আসেন। সেখানে দিরাই-শাল্লা উপজেলার হাজার হাজার নেতাকর্মী গণ তাদের প্রিয় নেতাকে শত শত মটরবাইক নিয়ে মিছিল করে স্বাগত জানান।
এরপর তিনি দিরাই উপজেলা সদরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে শাল্লায় পৌঁছালে শাল্লায়ও প্রিয় নেতাকে মিছিল সহকারে বরণ করে নেন জনতা।
তার পর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মেলিত জনতার উদ্দেশ্য তিনি বলেন আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের সংগ্রাম শুরু করেছিলাম, আপনাদের দাবির পরিপ্রেক্ষিতেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে নমিনেশন দিয়েছেন। এজন্য দিরাই শাল্লা বাসির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
এ এলাকায় এমপি ছিলেন আবদুস সামাদ আজাদ, অক্ষয় বাবু, সুরঞ্জিত সেনগুপ্ত উনাদের মত নেতা। এরপর আসলেন ড জয়া সেন গুপ্তা।
এখানে জননেত্রী শেখ হাসিনা আপনাদের দাবির পরিপ্রেক্ষিতেই নৌকা দিয়েছেন। এ নৌকা কিন্তু আমার একার না, আমি একা নৌকা নৌকা করে হাজার বার ছিল্লাইলেও নৌকা পেতাম না।
আপনাদের হাজার হাজার কন্ঠস্বর, আপনাদের মিছিল, আপনাদের মিটিং, শ্লোগানের কারণেই এই পরিবর্তন, এ পরিবর্তন হবে উন্নয়নের পরিবর্তন।
এর পূর্বে তিনি দিরাই উপজেলা সদরে সম্মেলিত জনতাকে সালাম-আদাব জানিয়ে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ ও ১৫ আগষ্টের শহীদদের স্মরণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় বাংলাদেশ বিনির্মাণে , স্মার্ট দিরাই-শাল্লা গঠনের লক্ষে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর হাত শক্তিশালীকরণের আহ্বান জানিয়ে বিস্তর বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :