জাতীয় ভোটার দিবস উপলক্ষে শাল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা


sylnews24 প্রকাশের সময় : মার্চ ২, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন /
জাতীয় ভোটার দিবস উপলক্ষে শাল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টার : ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শাল্লায় ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২ মার্চ) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার  পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার শাহ মোহাম্মদ এনামুল কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত  আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার বিশ্বপতি চক্রবর্তী সহ  উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ  ভোটারদের গুরুত্ব, দেশের নাগরিকত্ব ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব তুলে ধরে বিস্তর বক্তব্য রাখেন।

আলোচনা সভায় স্থানীয় প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।