জগন্নাথপুরে ধর্ষণ মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


sylnews24 প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ন /
জগন্নাথপুরে ধর্ষণ মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার পলাতক এক আসামীকে ছদ্মবেশে গ্রেফতার করেছে পুলিশ ।

গ্রেফতারকৃত আসামী জামাল মিয়া (৪৫)। তিনি উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের আশিব মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২ সেপ্টেম্বর) রাতে জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের দিকনির্দেশনায় এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে রাত সাড়ে ১১টায় মোবাইল টাকিং এর মাধ্যমে ছদ্মবেশে সিআর ৫৮/০৮ নারী ও শিশু নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে রোববার (৩ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।