হাবিবুর রহমান-হাবিব,শাল্লা (সুনামগঞ্জ) থেকে : আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার-আনারস, অবনী মোহন দাস-ঘোড়া, সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস-মটর সাইকেল প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহ্ মোহাম্মদ এনামুল কবির জানান এস এম শামীম ঋণ খেলাপির কারণে বাতিল পড়েছেন।
অন্যদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে- মোঃ সাইফুর রহমান-উড়ো জাহাজ , আব্দুল মজিদ-চশমা, অরিন্দম চৌধুরী অপু- মাইক, কালীপদ রায় -বই, মোঃ হাজিরুল ইসলাম- তালা, ফেনী ভূষণ সরকার- আইসক্রিম, প্রদীপ দাশ-বৈদ্যুতিক বাল্ব , বিষ্ণুপদ দাশ-টিয়া, শেখ শহিদুল ইসলাম-টিউব ওয়েল এবং নারী ভাইস চেয়ারম্যান পদে- শর্বরী মজুমদার-পদ্ম ফুল, মোছাঃ আলপিনা আক্তার-হাঁস, মর্তুজা আক্তার-ফুটবল, মোছাঃ ছায়া মনি আক্তার কলস- প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রতিক পাওয়ার পর থেকে প্রার্থীগণের ভোটারদের নিকট ভোট চাওয়ার দৌড়ঝাঁপ বৃদ্ধি পেয়েছে, ছুটছেন বাড়ি বাড়ি। এখন অপেক্ষার পালা ৮ মে ২০২৪ জনতার রায়ে নির্বাচনে কে হাসবেন বিজয়ের হাসি?
আপনার মতামত লিখুন :