খতমে কোরআন ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে পাগল হাসানের জন্মদিন পালন


sylnews24 প্রকাশের সময় : জুন ২, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ন /
খতমে কোরআন ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে পাগল হাসানের জন্মদিন পালন

নিজেস্ব প্রতিবেদক : পাগল হাসান স্মৃতি সংসদ উদ্যোগে সিলেট লামাবাজারস্থ অস্থায়ী কার্যালয় অচিনপুরী স্টুডিওতে জুন (শনিবার) দুপুর ১২ ঘটিকার সময় পাগল হাসানের জন্মদিন উপলক্ষে খতমে কোরআন শেষে দোয়া মাহফিল আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

পাগল হাসান স্মৃতি সংসদের আহ্বায়ক, বিশিষ্ট চক্ষু চিকিৎসক কণ্ঠশিল্পী ডাঃ জহির অচিনপুরীর সভাপতিত্বে সদস্য সচিববিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদত হোসেন লোলন এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বক্তারা পাগল হাসানকে নিয়ে তাঁদের স্মৃতিচারণ করেন। ক্ষণজন্মা এই মানুষটির সৃষ্টি যেন হারিয়ে না যায় সেদিকেআলোকপাত করেন।

এসময় উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী প্রতীক রাজু, সংগঠন গীতিকবি মোঃ জাহাঙ্গীর আলম, গীতিকবি শাহ আলমগীর, নাট্যকার কামরুল চৌধুরী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মনাফ আহমদ, জুয়েল আহমদ সহ আরো অনেকে।

আলোচনা সভায় পাগল হাসান স্মৃতিফলক, পাগল হাসান গোল চত্বর তাঁর কবর স্থানের রাস্তা প্রসস্থকরণ পানি নিষ্কাশনেরড্রেন নির্মাণ, সিলেট সিটি কর্পোরেশন সহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করাহয়। পাগল হাসানের প্রকাশিত/অপ্রকাশিত গান সৃষ্টিকর্মকে সবার সহযোগিতা নিয়ে যথাযথ ভাবে যাতে সংরক্ষণের উদ্যোগনেওয়া যায় সেটাও আলোচনায় স্থান পায়। সিলেট বিভাগের সাহিত্যসাংস্কৃতিক অঙ্গন সহ তৃণমূলে পাগল হাসানের ভক্ত শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আসন্ন ঈদুল আজহা পরে দেশে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা পরবর্তীতে বিভিন্ন দেশে কমিটি বিস্তৃতিকরার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য যে, সকালে পাগল হাসানের পরিবারের সাথে ফোনে আলাপ করে খোঁজ খবর নিয়ে কুশলাদি বিনিময়ের মাধ্যমেঅনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।

সভা শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন মোঃ হাবিবুর রহমান।