কবুতর মার্কায় ভোট চেয়ে শাল্লায় মিহির রঞ্জন দাসের গণসংযোগ


sylnews24 প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৩, ৪:২৩ অপরাহ্ন /
কবুতর মার্কায় ভোট চেয়ে শাল্লায় মিহির রঞ্জন দাসের গণসংযোগ

শাল্লা থেকে নিজস্ব প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে গণতন্ত্রী পার্টির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মিহির রঞ্জন দাস ২৯ ডিসেম্বর শুক্রবার শাল্লা উপজেলা সদরস্থ ঘুঙ্গিয়ার গাঁও বাজার ও আশপাশের এলাকায় কবুতর মার্কায় ভোট চেয়ে দিনভর গণসংযোগ  করছেন।

ঘুঙ্গিয়ার গাঁও বাজারে গনসংযোগ কালে উপস্থিত জনতার উদ্দেশ্য এক সংক্ষিপ্ত বক্তব্য  বলেন আমরা গনতন্ত্রী পার্টি, কালো টাকা পেশি শক্তি মুক্ত সমাজ চাই,  ঘুষ দুর্নীতি মুক্ত প্রশাসন চাই, দারিদ্র্য বৈষম্য হীন সমাজ চাই, বেকার যুবকদের কাজ চাই, নইলে বেকার ভাতা চাই, দুর্নীতিমুক্ত বাসযোগ্য সমাজ গড়তে, অসাম্প্রদায়িক- ন্যায়ভিত্তিক রাষ্ট্র চাই।

সেই সাথে তিনি  আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে  সুনামগঞ্জ২ দিরাই-শাল্লা আসন থেকে কবুতর মার্কায় ভোট চেয়ে জয়যুক্ত করার জন্য জনতার প্রতি আহ্বান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন গনতন্ত্রী পার্টির সিলেট মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ প্রান কান্ত দাস,  সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, দিরাই উপজেলা কমিটির প্রচার সম্পাদক সাজু আহমদ প্রমুখ।