হাবিবুর রহমান-হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলাধীন শাল্লা উপজেলা পরিষদের নির্বাচন ৮ মে বুধবার সকাল ৮ থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের ৩৭টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৯৩ হাজার ১ শত ২৭ ।
তন্মধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ৯ শত ৭৯ । মহিলা ভোটার ৪৭ হাজার ১শত ৪৮ ।
এবার শাল্লা উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৯জন ও মহিলা ভাইস পদে ৪ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
ভোট গ্রহণ সম্পন্নের পর উপজেলা কন্ট্রোল রুমে ফলাফল ঘোষণা করেন শাল্লা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহ মোহাম্মদ এনামুল কবির।
বেসরকারিভাবে চেয়ারম্যান পদে এ্যাডভোকেট অবনী মোহন দাশ ঘোড়া প্রতিকে ২৪ হাজার ৩ শত ৯৬ ভোট পেয়ে বিজয়ী হন, নিকট তম প্রতিদ্বন্দ্বী গনেন্দ্র চন্দ্র সরকার পান ১৫ হাজার ৬ শত ৫৮ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থী অরিন্দম চৌধুরী অপু মাইক প্রতিকে পান ৮ হাজার ৯শত ৪৮ ভোট, তার নিকট তম প্রতিদ্বন্দ্বী কালীপদ রায় বই প্রতিকে পান ৬ হাজার ৪ শত ৬৪ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থী শর্বরী মজুমদার পদ্ম ফুল প্রতিকে পান ১৯ হাজার ৭ শত ৬৬ ভোট, নিকট তম প্রতিদ্বন্দ্বী মোছাঃ আলপিনা আক্তার হাঁস পতিকে পান ১১ হাজার ১শত ৬১ ভোট।
আপনার মতামত লিখুন :