নিজেস্ব প্রতিবেদক : সিলেট শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ এডভোকেট ড. দীলিপ কুমার রায় চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিক্যাল এসোসিয়েশন (বিএএমএ) এর সিলেট বিভাগীয় শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ ।
আজ ২৯জুন (শনিবার) দুপুর সাড়ে ১২টায় নগরীর শ্রীহট্ট সংস্কৃত কলেজে সৌজন্য সাক্ষাৎকালে অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান বিএএমএ-এর সিলেট বিভাগীয় শাখার সভাপতি ফয়সল আহমদ বাবুলের নেতৃত্বে সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
এ সময় কলেজের প্রভাষক বিদ্যুৎ চক্রবর্তী, অরুণ চক্রবর্তী, বিএএমএ- এর সিনিয়র সহ সভাপতি পঙ্কজ কুমার রায়, সহসভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন, সহসাধারণ সম্পাদক হাদিছ মিয়া আকন্দ, সাংগঠনিক সম্পাদক মো: আব্দুর নুর, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম বাবুল, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাজেরা কুদ্দুছ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ মো: শাহেদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো: লিটন মিয়া, দপ্তর সম্পাদক রমজান আহমদ ফয়েজ, কার্যনির্বাহী সদস্য মো: নাইমুল ইসলাম, মাহমুদা বেগম, নাঈমা বেগম, আব্দুর রশিদ, আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :