হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টার : নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ের দাবীতে, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবীতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরনের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষনার দাবীতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানান চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জন দাবীতে সুনামগঞ্জ জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির (স্বাক্ষর ক্ষমতা) সদস্য এডভোকেট আব্দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও আহ্বায়ক কমিটির সম্মানীত সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রমূখ নেতৃবৃন্দ।
উক্ত সমাবেশে বিএনপির ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও দলের তৃণমূল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিএনপির।
আপনার মতামত লিখুন :