সিলেটে ‘মুভমেন্ট ফর সেফ রোডস’ নিরাপদ সড়ক আন্দোলন’র আত্মপ্রকাশ


sylnews24 প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৪, ৮:১০ অপরাহ্ন /
সিলেটে ‘মুভমেন্ট ফর সেফ রোডস’ নিরাপদ সড়ক আন্দোলন’র আত্মপ্রকাশ

সিলনিউজ ডেস্ক : সিলেটে মুভমেন্ট ফর সেফ রোডস (এমএসআর) নিরাপদ সড়ক আন্দোলন নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

৬ জুলাই (শনিবার) সংগঠনের অস্থায়ী কার্যালয় সালেহা আই কেয়ার, লামাবাজারে সিলেটে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও নিরাপদ সড়ক আন্দোলন মুভমেন্ট ফর সেফ রোডস (এমএসআর) এর প্রতিষ্ঠাতা ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরীকে সভাপতি ও গীতিকবি, নাট্যকার এম কামরুল চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করে সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে।

দুই বছর মেয়াদী এ কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন হলে জনগণ উপকৃত হওয়ার পাশাপাশি সড়ক পথে যাত্রী সেবার মান উন্নত হবে এবং পরিবহন ব্যবস্থায় নিরাপত্তাবৃদ্ধি সহ কৌশলগত নানা পরিবর্তন আসবে যা মালিক সমিতি, শ্রমিক সংগঠন ও জনসাধারনের জন্য যুগোপযোগী পদক্ষেপ বলে মনে করেন অনুষ্ঠানে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে এই সংগঠনে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাউল বিরহী কালা মিয়া, এম এ ওহাব, শাহ আলমগীর, শেখ আজাদ, সোলেমান হোসেন চুন্নু, আনোয়ার হোসেন মিছবাহ, জাকির শাহ, পথিক রাজু, মোঃ জাহাঙ্গীর আলম, আকরাম আহমদ, শিপন আহমদ, এখলাছ আহমদ তন্ময়, গোলজার আহমদ হেলাল, দেওয়ান আরাফাত চৌঃ জাকি, আলমগীর আলম, মোস্তফা হোসেন সম্রাট, আবুল বাশার রুম্মান, আল আমিন জুয়েল আহমদ, রেদওয়ান রাহী, মনন দেবনাথ. শাহরিয়ার মোঃ লোকমান, মোর্শেদ আহমদ, মামুন শাহরিয়ার হাবিবুর রহমান ও আলা উদ্দীন পাশা প্রমুখ।