শিল্পী পাগল হাসান সড়ক দূর্ঘটনায় নিহত


sylnews24 প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৪, ৪:১৮ পূর্বাহ্ন /
শিল্পী পাগল হাসান সড়ক দূর্ঘটনায় নিহত

সিলনিউজ ডেস্ক : সুনামগঞ্জে ছাতকের সুরমা সেতুতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জনপ্রিয় সংগীত শিল্পী মতিউর রহমান হাসানসহ (পাগল হাসান) দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সঙ্গীত শিল্পী পাগল হাসানের (৩৫) বাড়ি ছাতক উপজেলার শিমুলতলা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের দোয়ারা বাজার থেকে  সিএনজিচালিত অটোরিকশায় ছাতকে ফিরছিলেন পাগল হাসানসহ পাঁচ যাত্রী। পথে সুরমা সেতু এলাকায় গোবিন্দগঞ্জ থেকে দোয়ারা বাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত তিন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।  এ ছাড়াও তিনজন গুরুতর আহত হয়েছেন। 

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

নিহত সঙ্গীত শিল্পী পাগল হাসান ‘আসমানে যাইও নারে বন্ধু ধরতে পারবো না তোমায়…, জীবন খাতায় দাগ লাগাইয়া…সহ প্রায় ৫ শতাধিক গান লিখেছেন।  এবং তার এই গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়।