হাবিবুর রহমান হাবিব, শাল্লা-থেকে : যারা আমাদের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার মহান স্থপতি জাতির মহা নায়ক , সর্ব শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্য, আত্মীয় স্বজন কে নির্মম ভাবে হত্যা করেছিল।
ওরা মনে করে ছিল বঙ্গবন্ধুকে হত্যা করলে দেশের মানুষ তাঁকে ভূলে যাবে, কিন্তু তাদের এ হীন উদ্দেশ্যে কে ভুল করে বাঙালি জাতি প্রমাণ করে দিয়েছেন যে বঙ্গবন্ধু ভূলার নয়।
বঙ্গবন্ধুর রক্তের বিনিময়ে আবারও লক্ষ্য কোটি বঙ্গবন্ধু পয়দা হয়, যারা পরাজিত শক্তি আছেন, দেখে যান এই শাল্লার মাটিতে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধ।
১৬ আগস্ট বুধবার শাল্লা সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ অলিউল হকের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা অজয় তালুকদারের সঞ্চালনায় জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক – উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আসন্ন জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ২ দিরাই-শাল্লা আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)। প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সোনার বাংলাকে ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস।
আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাহড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, দিরাই উপজেলা আওয়ামীলীগ নেতা মতিউর রহমান, শাল্লা উপজেলা আওয়ামীলীগ নেতা শ্যামা প্রসাদ দাশ, জ্যুতিষ তালুকদার বাদল, পংকজ দাস,
বাহাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পিযুষ চন্দ্র দাস, আটগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুন আল কাওসার, শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুল বারী লেলিন, পলাশ সরকার পল্টু, দিরাই উপজেলা যুবলীগ নেতা রুবেল সরকার, শাল্লা উপজেলা যুবলীগ নেতা সোহেল আহমদ, শাল্লা উপজেলা ছাত্রলীগ নেতা শামীম আহমদ প্রমূখ।
সভায় আওয়ামীলীগ পরিবারের নেতা কর্মী সহ কয়েক হাজার লোকজন উপস্থিত উপস্থিত ছিলেন
আপনার মতামত লিখুন :