হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টার : প্রতি বছরের ন্যায় সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরস্থ ঘুঙ্গিয়ার গাঁও বাজারের কীর্তন কমিটির আয়োজনে ঘুঙ্গিয়ার গাঁও বাজারের কীর্তনের নির্ধারিত উৎসব অঙ্গনে ২৪ জানুয়ারি শুক্রবার থেকে ২৪ প্রহর ব্যাপী ৪৫তম শ্রীশ্রী তারকব্রক্ষ হরিনাম মহাযজ্ঞ শুরু হয়েছে। চলবে ২৬ জানুয়ারি রবিবার পর্যন্ত।
এবার গোরচাঁদ সম্প্রদায় (বরিশাল), যোগমায়া সম্প্রদায় (রাজবাড়ী), জয়দেবী অষ্টসখী সম্প্রদায় (খুলনা), শ্রী শ্রী দৈবকী সম্প্রদায় (মাদারীপুর), ভাগবতী সম্প্রদায় (সিলেট) শ্রী শ্রী তারকাব্রম্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানে নাম সুধা পরিবেশন করবেন।
কীর্তন কমিটির সাধারণ সম্পাদক মনোজ কান্তি সরকার খোকন এর সাথে এবিষয়ে কথা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :