হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকে : আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের শশারকান্দা গ্রামে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে সুনামগঞ্জ জেলার উপ পরিচালক বিমল চন্দ্র সোমের সভাপতিত্বে, শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষারের সঞ্চালনায় ২২ জানুয়ারি সোমবার মাঠ দিবস কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মতিউজ্জামান।
প্রধান অতিথি তেল ফসলের আবাদ বৃদ্ধিতে সরিষার চাষের উপর গুরুত্ব আরোপ করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশংসা করেন।
এছাড়া কর্মকর্তাগণ সঠিক সময়ে বীজ ও সার বিতরন করার কারণে এবছর সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় এবছর সরিষার আবাদ বৃদ্ধিতে পেয়েছে বলে উল্লেখ করেন।
উপজেলা কৃষি অফিসার জানান ১ শত ৪০ হেক্টর জমিতে সরিষা আবাদ লক্ষ্য মাত্রা থাকলেও প্রায় ১শত ৭০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। কৃষক সঠিক সময়ে বীজ বপন করায় উত্তোলন শেষে জমিতে বোরো ধান আবাদ করতে সক্ষম হয়েছে। ফলে এক ফসলি জমিতে দুই ফসল তারা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :