শাল্লায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


sylnews24 প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৩, ২:৪২ অপরাহ্ন /
শাল্লায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের শাল্লায় উপজেলা পরিষদ গণমিলনয়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান জিসানের সভাপতিত্বে ও শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অমিতা রাণী দাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষার, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন দাস, শাল্লা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া।

বক্তাগণ বলেন,  ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে পাকিস্তানি হানাদার বাহিনী। তাদের দেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ বহু মানুষকে হত্যা করে তারা।

বিশেষ করে ১৪ ডিসেম্বর তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর রাজধানীর রায়েরবাজার ইটখোলা ও মিরপুরের বধ্যভূমিসহ ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ-হাত বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়।

১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার পর অর্থাৎ বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

এছাড়া আলোচনা সভায় ১৯৭১সালের মুক্তিযোদ্ধের সকল শহীদ ও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে মহান আল্লাহর দরবারে সকল শহীদ আত্মার মাগফিরাত কামনা করে মুক্তি যুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার প্রমূখ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যদিকে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন  যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছেন বলে জানা যায়।