শাল্লায় বোরো আবাদ শুরু, ৫৫ কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ


sylnews24 প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৪, ২:৫৫ অপরাহ্ন /
শাল্লায় বোরো আবাদ শুরু, ৫৫ কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ

হাবিবুর রহমান হাবিব (স্টাফ রিপোর্টার) : সুনামগঞ্জের শাল্লায় বোরো ফসল আবাদে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষক-কৃষাণিরা। পৌষ মাসের শুরু থেকেই ভেড়াঢহড় হাওর, বরাম হাওর, ছায়ার হাওর, জয়ারিয়ার হাওর, উদগল বিল হাওর, কালিকুটা হাওরসহ উপজেলার সকল হাওরের আবাদি জমিতে বোরো ফসল চাষাবাদ শুরু হয়েছে।

এদিকে চলতি মৌসুমে শাল্লা উপজেলায় ৯৫ হাজার ৫৭৮ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিস। যার বাজারমূল্য আনুমানিক ৫৫ কোটি টাকারও বেশি।

স্থানীয় কৃষকরা জানান, তারা উফশী জাতের পাশাপাশি হাইব্রিড ধানের জাত চাষ করছেন তবে এ বছর হাইব্রিড জাতের বীজের দাম বেশি। যেসব এলাকায় পানি কমে রোপনের উপযুক্ত হয়েছে সেখানেই একাধিক শ্রমিকদের নিয়ে ধানের চারা রোপন করা হচ্ছে। তবে বীজ ছাড়াও ডিজেল, শ্রমিকের বাড়তি মজুরীসহ সবকিছুর দাম বাড়তি হওয়ায় খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে বলেও অভিযোগ তাদের।

তবে উপজেলার মোট ৪০ হাজার কৃষকের মধ্যে ৮ হাজার কেজি হাইব্রিড জাতের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত জামিল। তিনি আরো জানান, কৃষকদের সহযোগিতায় কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে শাল্লা উপজেলার ৪ টি ইউনিয়নের ২১হাজার৬৯৯ হেক্টর জমিতে বোরো ফসল আবাদ হবে। এরইমধ্যে ১২ হাজার হেক্টর ৯৮৯জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের চারা, ৮ হাজার ৬৬০ হেক্টর জমিতে উফশী ও ৫০ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধানের চাষ হবে।

আবহাওয়া অনুকুলে থাকলে ফসল উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন উপজেলা কৃষি কর্মকর্তা।  যথাসময়ের মধ্যে বোরো ফসল ঘরে তুলতে উপজেলা কৃষি অফিস কৃষকদের সব ধরনের সহযোগিতা করে আসছে।