হাবিবুর রহমান হাবিব, (শাল্লা-সুনামগঞ্জ) থেকেঃ সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলাধীন হবিবপুর ইউনিয়নের শাউদের শ্রী গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রিয় লাল দাস ৭০ আর নেই।
তিনি ৯ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৪টা ৩০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানাজায় বীর মুক্তিযোদ্ধা প্রিয় লাল দাস বেশ কয়েক বছর যাবত ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন, মৃত্যুকালে- ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
শাল্লা উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন এর উপস্থিতিতে শাল্লা থানার একদল চৌকস পুলিশ এ মহান বীর মুক্তিযোদ্ধাকে সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার প্রমূখ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরপর শাউদের শ্রী গ্রামের মহাশ্মশান ঘাটে এ মহান বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।
Sent from my Galaxy
আপনার মতামত লিখুন :