হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত রমেশচন্দ্র দাশের ছেলে বীর মুক্তিযোদ্ধা সুরেশ চন্দ্র দাস ৭৫ আর নেই, তিনি ৮ নভেম্বর বুধবার সকালে পরলোক গমন করেন।
উনার পারিবারিক ও আত্মীয় স্বজন সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা সুরেশ চন্দ্র দাস- স্ত্রী প্রনতী রানী দাস, ৩ ছেলে ৪ মেয়ে নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শাল্লা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন এর উপস্থিতিতে শাল্লা থানার এসআই যিশু দত্ত সংগীয় পুলিশ সদস্যদের নিয়ে সশস্ত্র সালাম প্রদান করেন।
এরপর এ মহান বীর মুক্তিযোদ্ধার নিজ জন্মভূমি গোবিন্দপুর গ্রামের মহাশ্মশান ঘাটে বিকালে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
উনার মৃত্যুতে উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
বীর মুক্তিযোদ্ধা সুরেশ চন্দ্র দাসের মৃত্যুতে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আপনার মতামত লিখুন :