শাল্লায় পাউবো’র ফসল রক্ষা বাঁধের সার্ভে সম্পন্ন


sylnews24 প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৩, ২:১৪ অপরাহ্ন /
শাল্লায় পাউবো’র ফসল রক্ষা বাঁধের সার্ভে সম্পন্ন

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের শাল্লা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের চলতি বোরো মৌসুমের ফসল রক্ষা বাঁধের কাজের সার্ভে সম্পন্ন হয়েছে।

উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা যায় এবার শাল্লা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৬টি হাওরে ১শত কিলোমিটার কাজের সার্ভে করা হয়েছে, হাওর গুলো হল কালিকোটা হাওর, ছায়ার হাওর, বরাম হাওর, উগদল বিল হাওর, বেড়া ঢহড় হাওর, বান্ডা বিল হাওর।

উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (শাখা কর্মকর্তা) রিপন আলী জানান ১শত কিলোমিটার দৈর্ঘ্য এ  প্রাথমিক পর্যায়ে ১শত ৩০টি স্কিম প্রস্তুত করা হয়েছে।

তিনি আরো জানান এসকল প্রকল্পের কাজ ১৫ ডিসেম্বর ২০২৩ থেকে শুরু করে ২৮ ফেব্রুয়ারী ২০২৪ এর মধ্যে সমাপ্ত হবে।