শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আসা ১০০ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার প্রতাপপুর বাজারের কাছে কুশিয়ারা নদীতে শাল্লা থানা পুলিশ ধাওয়া দিলে চিনি বোঝাইকৃত নৌকাটি দ্রুত স্থান ত্যাগ করে অনত্র চলে যায়।
পরে গ্রাম শাল্লার নিকট স্থানীয়দের সহযোগিতায় কালনী নদীতে থাকা নৌকা থেকে ১’শ বস্তা ভারতীয় চিনি সহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
এ ঘটনায় নৌকার দুই চালক আজহারুল ইসলাম (আজহার) (৪৫) ও জিসান আহমেদ (১৮) কে হাতেনাতে আটক করে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের পর আটক চিনির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অবৈধ চোরাচালানের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আপনার মতামত লিখুন :