শাল্লায় চলতি বোরো মৌসুমের বীজ ধান বিতরণ কার্যক্রম শুরু


sylnews24 প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৪, ৬:৪১ অপরাহ্ন /
শাল্লায় চলতি বোরো মৌসুমের বীজ ধান বিতরণ কার্যক্রম শুরু

হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বোরো (২০২৪-২৫) মৌসুমের জন্যে বিনামূল্যে ধানের বীজ  বিতরণ কার্যক্রম শুরু হয়েছে ।

বুধবার (১৩ নভেম্বর/২৮ কার্তিক) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম তারেক সুলতানের সভাপতিত্বে উপজেলার ৪ ইউনিয়নের ৪ হাজার জন কৃষকের  মাঝে জন প্রতি ২কেজি হারে হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও উপস্থিত কৃষকদেরকে কৃষি অফিসের পরামর্শ মেনে বীজ যথাযথভাবে বপন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো শওকত জামিল। তিনি বলেন, বোরো ধান হাওর এলাকার একমাত্র ফসল, সকল আবাদী জমি সহ  পতিত জমিকে ও চাষের আওতায় আনতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন  কৃষি সম্প্রসারণ অফিসার মো মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খাঁন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিভুতোষ চৌধুরী, জয়ন্ত কুমার দাস, বিধুর চন্দ্র দাস, জবা রাণী দাস, কল্যাণ ব্রত সরকার, সুমন্ত চন্দ্র কর, সন্দীপন সরকার, রনয় চন্দ্র বিশ্বাস, মানবেন্দ্র দাস ও গণমাধ্যমকর্মীরা।