শাল্লায় কবি নজরুল ইসলাম’র ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


sylnews24 প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৩, ৬:২২ অপরাহ্ন /
শাল্লায় কবি নজরুল ইসলাম’র ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকে: সুনামগঞ্জের শাল্লা উপজেলা  শিল্পকলা একাডেমির উদ্যোগে উপজেলা শিল্পকলা একাডেমীতে ২৯ শে আগস্ট মঙ্গলবার জাতীয় কবি কাজী  নজরুল ইসলাম এর ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।

শাল্লা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আবু তালেব এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সজীব হাওলাদার, শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক তরুণ কান্তি দাস, অধ্যাপক বিশ্বনাথ দাস, অধ্যাপক মহিতোষ দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান,  প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস রায় বক্তব্য রাখেন।

বক্তাগণ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর জীবন থেকে স্মৃতি চারণ করে বিস্তর বক্তব্য রাখেন।

এছাড়া শিল্পকলার শিক্ষার্থীগণ কবির লেখা কবিতা  আবৃত্তি ও সংগীত পরিবেশন  করেন।

আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বন্যা রায় রিয়া সভাটি সঞ্চালনা করেন।

এছাড়া উক্ত  সভায় সহকারী শিক্ষক চম্পা রানী তালুকদার, সহকারী শিক্ষক স্বর্না মজুমদার, সহকারী শিক্ষক রনি রায়,  ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালীপদ রায়, ওস্তাদ ইন্দ্রজিত দাস, উপজেলা শিল্পকলার শিক্ষক, শিক্ষার্থী, সহ প্রমুখ  উপস্থিত ছিলেন।