শাল্লায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


sylnews24 প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৩, ১২:৫৩ অপরাহ্ন /
শাল্লায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

হাবিবুর রহমান হাবিব, শাল্লা-সুনামগঞ্জ থেকে : নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তি দূর করতে এবং ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে অবহিত করার জন্য ১লা নভেম্বর বুধবার গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু তালেব।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীপাল দাসের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কালীপদ দাস।
অভিভাবক সমাবেশে বক্তাগণ নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তি দূর করতে এবং ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে অবহিত করার লক্ষ্যে আলোকপাত করে বিস্তর বক্তব্য রাখেন।

অভিভাবক সমাবেশে উপজেলার সহ বিভিন্ন গ্রাম থেকে আসা সম্মানিত অভিভাবক গণ সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।