নিজেস্ব প্রতিবেদক : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহা অষ্টমীর রাতে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় করেরপাড়া শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমে শাপলা সংঘ থেকে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের যাত্রা শুরু করেন নেতৃবৃন্দ।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ নগরীর আখালিয়া কালীবাড়ি মন্দির সার্বজনীন পূজা উদযাপন কমিটি, ভাটি বাংলা অগ্রদূত যুবসংঘ পূজা কমিটি, ব্রাহ্মণশাসন শ্রী শ্রী শিবমন্দির দুর্গাপূজা সার্বজনীন পূজা কমিটি, ব্রাহ্মণশাসন সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ, বাগবাড়ী সার্বজনীন পূজা কমিটি,কাজলশাহ সার্বজনীন পূজা কমিটির পূজা মণ্ডপ সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জগদীশ চন্দ্র দাস, এাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান কামরান, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ আব্দুর রব হাজারী, সাজোয়ান আহমদ, শেখ আব্দুল করিম, সফিকুল ইসলাম আলকাছ, শেখ সোহেল আহমদ কবির, প্রভাষক রনদ্বীপ চৌধুরী লিংকন, নুরুল ইসলাম সোহেল, নুরুজ্জামান জুয়েল, ইঞ্জিনিয়ার রেজওয়ান আহমদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ সম অধিকার নিয়ে বসবাস করছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার তা নিশ্চিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শারদীয় দুর্গা উৎসবে একটি বার্তা দিয়েছেন। সেই বার্তাই আপনাদেরকে দিতে এসেছি। তিনি বলেছেন সারাদেশে শারদীয় দুর্গা উৎসব যাতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে হয় সেজন্য তিনি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি বলেছেন উৎসবমুখর, নির্ভয় ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করুন।নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন যাতে আপনাদের সাথে পূজা চলাকালীন সময়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন এবং সহযোগিতা করেন। সেই নির্দেশনা অনুযায়ী মহানগর আওয়ামী লীগ কাজ করছে। গতকাল আমরা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে পূজা মণ্ডপ পরিদর্শনে বের হয়েছিলাম যা অব্যাহত থাকবে। মনে রাখবেন, আমরা আপনাদের পাশে আছি। কোনো অপশক্তি ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। সে জন্য নেতা-কর্মীবৃন্দরা সবসময় সজাগ আছেন। যারাই ষড়যন্ত্র করে সম্প্রীতির বন্ধন বিনষ্ট করতে চাইবে সম্মিলিতভাবে তাদের জবাব দেওয়া হবে। আপনারা নির্বিগ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করুন। যে কোনো প্রয়োজনে মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবেন এবং প্রশাসনের সাথেও যোগাযোগ রাখবেন। যুগ যুগ ধরে যে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ সেই বন্ধন নিয়েই আমরা এগিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ।
আপনার মতামত লিখুন :