স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের শাল্লা উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের রাহুতলা গ্রামের বাসিন্দা মোঃ শান্তূ মিয়া, ইউনুছ মিয়া ও তাদের লোকজন নীতিমালা লঙ্ঘন করে পিআইসি দেয়ার অভিযোগ এনে কালিয়াকোটা হাওরের ৯০ ও ৯১নং পিআইসিতে ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
এসময় তারা অত্র দুটি পিআইসির পাশের জমি তাদের উল্লেখ করে বলেন পানি উন্নয়ন বোর্ডের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি একই গ্রামের সাইকুল মিয়া কে ৯০ নং ও আবুল কাশেম কে ৯১নং পিআইসি প্রদান করেন।
শান্তূ মিয়া, ইউনুছ মিয়া ও তাদের লোকজন আরো বলেন অত্র পিআইসি দুটির ২ কিলোমিটারের ভেতরে যাদের পিআইসি দেয়া হয়েছে তাদের কোন জমি নেই।
অথচ পিআইসি নীতিমালা অনুযায়ী বাঁধের পাশে যাদের জমি আছে তাদের দেয়ার কথা থাকলেও আমাদের দেয়া হয়নি।
আমরা প্রথমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দরখাস্ত করেছি, আজ মানবন্ধন কর্মসূচি ও পালন করেছি, প্রয়োজনে জেলা প্রশাসক স্যার এর নিকট যাব। তবুও ওদের পিআইসি করতে দেব না।
এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও শাল্লা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা মোঃ রিপন আলী বলেন অভিযোগ পেলে সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :