হাবিবুর রহমান হাবিব (স্টাফ রিপোর্টার) নাঈম হোসেন, শাল্লা প্রতিনিধি : দশম গ্রেড দাবি নয়, আমাদের অধিকার এ স্লোগানকে সামনে রেখে ১২ তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ২১শে সেপ্টেম্বর শনিবার সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে, তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দূস সালামের সভাপতিত্বে ও বাহাড়া মধ্যের হাঁটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চম্পা তালুকদারের সঞ্চালনায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম।
মানবন্ধনে আরো বক্তব্য রাখেন শিক্ষক সুব্রত কুমার দাশ, বাসুদেব সরকার, তাজুল ইসলাম, রফিকুল ইসলাম, কবির হোসেন, দিপ্তী রাণী বৈষ্ণব, পাপলু চৌধুরী, পল্লব দাশ- প্রমুখ।
বক্তাগণ দশম গ্রেড দাবি নয়, আমাদের অধিকার উল্লেখ করে ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করে বিস্তর বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :