ড. মোমেনের সমর্থনে নির্বাচন পরিচালনা কমিটির অঞ্চল-০১ এর নেতৃবৃন্দের গণসংযোগ


sylnews24 প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৩, ১:৪৯ অপরাহ্ন /
ড. মোমেনের সমর্থনে নির্বাচন পরিচালনা কমিটির অঞ্চল-০১ এর নেতৃবৃন্দের গণসংযোগ

নিজেস্ব প্রতিবেদক : সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ড. এ.কে আব্দুল মোমেন এর সমর্থনে গণসংযোগ করেছে নির্বাচন পরিচালনা কমিটির অঞ্চল-০১ এর ১ থেকে ৬নং ওয়ার্ডের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর ২০২৩) বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ:) দরগাহ মাজারের সম্মুখ গেইট থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকায় নির্বাচন পরিচালনা কমিটির অঞ্চল-০১ এর উদ্যোগে গণসংযোগ করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির অঞ্চল-০১ এর ১ থেকে ৬নং ওয়ার্ডের সমন্বয়ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক ও এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্যের নেতৃত্বে গণসংযোগ চলাকালে উপস্থিত ছিলেন সৈয়দ এফতিয়ার আহমদ পিয়ার, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য নুরুন নেছা হেনা, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইলিয়াস আহমদ জুয়েল, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার খোকা বাবু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুফতি আব্দুল খাবির, আব্দুর রব হাজারী, জুনু মিয়া ও সাধারণ সম্পাদ সৈয়দ আনোয়ারুস সাদাত, এম.এ খান শাহীন সহ ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।