আল্লাহ তায়ালা জিন-ইনসান কে গোলামী করার জন্য পাঠিয়েছেন : শেখ বদরুল আলম হামিদী


sylnews24 প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন /
আল্লাহ তায়ালা জিন-ইনসান কে গোলামী করার জন্য পাঠিয়েছেন : শেখ বদরুল আলম হামিদী

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব বরুণা মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা শেখ বদরুল আলম হামিদী বলেছেন আল্লাহ তায়ালা জিন-ইনসান কে তাঁর গোলামী করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন।

পৃথিবীতে কেন আসছি, কোথায় যাব, কি নিয়া যাব এর উপর আলোকপাত করে বলেন এই জমিন আপনার আমার থাকার জায়গা না, দুনিয়া থেকে আপনি আমি আলমে বরজখে যাব, আল্লাহ দুনিয়াতে কিছু দিনের জন্য মুসাফির অবস্থায় পাঠিয়েছেন আমাদের কে আল্লাহর কাজ করার জন্য।

ইয়ারাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ফজলুল হকের পরিচালনায় ইয়ারাবাদ গ্রামের মুরুব্বি মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে, ১৫ জানুয়ারি সোমবার ইয়ারাবাদ জামে মসজিদ সংলগ্ন মাঠে  ইয়ারাবাদ জামে মসজিদের ৪৪ তম মাহফিলে  তিনি আরো বলেন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ কে অনুসরণ করে দ্বীন ইসলাম কে মেনে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিয়েতে পারি সেই তৌফিক মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন সবাইকে  দান করুন।

মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম ও স্থানীয় উলামায়ে কেরামগণ দুনিয়া ও আখেরাতের জীবন নিয়ে আলোকপাত করে করে দ্বীন ইসলামের আলোকে জীবন ব্যবস্থা গড়ার লক্ষ্যে মূল্যবান আলোচনা করেন।