স্টাফ রিপোর্টার : কৃষিই সমৃদ্ধি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শাল্লা সুনামগঞ্জের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ২১ শে মে মঙ্গলবার ২০২৩-২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান মজুমদার সেশন পরিচালনা কালে অনাবাদি জমিতে চাষাবাদ, তেল ফসলের আবাদ ও আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ বৃদ্ধি করার লক্ষে গুরুত্ব পূর্ণ বক্তব্য রাখেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষার জানান শাল্লা উপজেলায় এ বৎসর উক্ত প্রকল্পের সহায়তায় নতুন জাতের ধান, সবজি ফসল, তেল ও ভূট্টা ফসল আবাদ করা হয়।
উন্নত মানের প্রশিক্ষণ পেয়ে কৃষকরা আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহার করায় চলতি মৌসুমে বোরো ধান ও অন্যান্য দানাদার ও সবজি ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। যা হাওর এলাকার কৃষকদের স্বপ্নকে আরো এগিয়ে নিয়ে যাবে।
চলতি বোরো মৌসুমে এ উপজেলায় বোর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১ লক্ষ্য ১৯ হাজার ৪ শত মেট্রিকটন, উৎপাদন হয়েছে ১ লক্ষ্য ২০ হাজার মেট্রিকটন, যার আনুমানিক বাজার মূল্য ৪শত কোটি টাকা।
আপনার মতামত লিখুন :