আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনীতে নাম রেজিষ্ট্রেশনের আহবান
sylnews24
প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৩, ১২:০১ অপরাহ্ন /
০
নিজেস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমার আদর্শ উচ্চ বিদ্যালয় রুস্তমপুরের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী ২০২৪ উদযাপনের লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের নাম রেজিষ্ট্রেশনের আহবান জানিয়েছেন উদযাপন কমিটির নেতৃবৃন্দ। রেজিষ্ট্রেশনের কাজ সহজ করতে একটি ওয়েভ সাইট খোলা হয়েছে বলেও জানিয়েছেন তারা। এই
https://www.ahs-reunion.xyz ওয়েভ সাইটে গিয়ে নিজ নিজ নাম রেজিষ্ট্রেশনের ফলে বিদ্যালয়ের বিগত ৪৩ বছরের ইতিহাস সহজেই পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
আদর্শ উচ্চ বিদ্যালয় রুস্তমপুরের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী ২০২৪ উদযাপন কমিটির এক আলোচনা সভায় তারা এই আহবান জানান।
শনিবার (২১ অক্টোবর) রাত ৮টায় স্থানীয় ইলাশপুর রফিক মিয়ার বাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে বিদেশে বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী রয়েছেন, সবাই হয়তো পুনর্মিলনী অনুষ্ঠানে স্বশরীরে এসে অংশ নিতে পারবেন না। তবে এই ওয়েভ সাইটে নাম রেজিষ্ট্রেশনের ফলে তারা তাদের সহপাঠিরা কে কোথায় আছেন সহজেই পেয়ে যাবেন। এছাড়াও এই অনুষ্ঠান উপলক্ষ্যে একটি বিশাল স্মারক প্রকাশিত হবে, এই স্মারকে রেজিষ্ট্রেশনকারী সকল শিক্ষার্থীদের নাম থাকবে। তাই এই সুযোগ কেউ যাতে হাতছাড়া না করেন বক্তারা সবাইকে এই আহবান জানান।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মহিউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দা সেলুফা বেগম ও সৈয়দ শফিউল আলম শিপু উপস্থিত হয়ে অনুষ্ঠান সফলের লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা দেন। তারা সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে এই
https://www.ahs-reunion.xyz ওয়েভ সাইটে গিয়ে নিজ নিজ নাম রেজিষ্টেশনের অনুরোধ জানান। তারা জানান, নাম রেজিষ্টেশনে যতো ধরনের সহযোগিতা প্রয়োজন তারা করবেন বলেও আশ্বস্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জসিম উদ্দিন, সাইস্তা মিয়া, মুতলিব আলী, রেজোয়ান হোসেন, মোঃ মাছুম চৌধুরী, মোহাম্মদ রফিক মিয়া, সানোয়ার আলী, আলী আহমদ, রিদওয়ান মিয়া, জয়নাল খান, আব্দুল হামিদ, মাহবুব আহমেদ, মোঃ মলিক মিয়া, শাহনুর রহমান, সুমন আহমেদ, গিয়াস উদ্দিন, গোলাম কিবরিয়া, আবু সামাদ, রুমেল আহমেদ, হামিদ, আব্দুল খালিক প্রমুখ।
আপনার মতামত লিখুন :