হাবিবুর রহমান হাবিব (স্টাফ রিপোর্টার) : সুনামগঞ্জের শাল্লা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আয়োজনে শাল্লা উপজেলা পরিষদের পুরাতন মার্কেটে জমিয়তের অফিস উদ্বোধন ও আলোচনা সভা ১১ জানুয়ারি শনিবার বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে।
অফিস উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব ডক্টর মাওলানা শোয়াইব আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার।
শাল্লা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইকরাম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুকুনুদ্দীন মাহমুদী, সভাপতি উপজেলা জমিয়ত মাওলানা আশিকুর রহমান আশিকী, সাধারণ সম্পাদক মুফতি ইমামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু তাহের আল হাবিবী, সভাপতি উপজেলা ছাত জমিয়ত শহিদুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজু, সাংগঠনিক সম্পাদক মুতাসিম বিল্লাহ সহ প্রমূখ নেতৃবৃন্দ।
বক্তাগন সুনামগঞ্জ২ দিরাই-শাল্লা আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সংসদ সদস্য হিসেবে কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব ডক্টর মাওলানা শোয়াইব আহমদ এর হাত কে শক্তিশালী করার আহ্বান জানিয়ে খেজুর গাছ প্রতিকে ভোট আহ্বান করে বলেন আপনারা বিগত নির্বাচন গুলোতে বিভিন্ন দলের প্রার্থী কে দেখেছেন একবার আমাদের মাওলানাদের ভোট দিয়ে জয়যুক্ত করুন, দেখবেন এ এলাকার উন্নয়নে আমরা বিরাট ভূমিকা পালন করে যাব। আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় এলাকার মানুষের পাশে ছিলাম, আছি থাকব ইনশাল্লাহ।
এছাড়া জনেতা ডক্টর মাওলানা শোয়াইব আহমেদ অফিস উদ্বোধনের পর স্থানীয় সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত আলোচনায় তাদের ১২ দফা পরিকল্পনা তুলে ধরেন।
যা নিন্মে তুলে ধরা হলো-
* দিরাই-শাল্লা রাস্তা নির্মাণ, মেরামত ও জেলা শহরের সাথে দুই উপজেলার রাস্তা আধুনিকায়ন।
* উপজেলা সদরের সাথে ইউনিয়ন সমূহের ব্যবস্থা উন্নয়ন।
* ইরি- বোর ফসলের স্বার্থে পানি সংরক্ষণ ও নিষ্কাশনের ব্যবস্থা করা।
* বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় শক্ত বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
* শাল্লা উপজেলাকে একটি পরিকল্পিত আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা।
* শিক্ষার বিস্তার ও চরিত্রবান সুনাগরিক তৈরি করা।
* সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা।
* স্বাস্থ্য সেবার লক্ষ্যে চিকিৎসার মানোন্নয়নে, এ্যাম্বুলেন্স সরবরাহ ও আর্সেনিক মুক্ত পানির যোগান দেয়া।
* শাল্লা উপজেলা সদরে ফায়ার সার্ভিস স্টেশন আধুনিকায়ন করন।
* দিরাই পৌরসভাকে উন্নত শিল্প ও শাল্লা উপজেলাকে বৃহত ও কুটির শিল্প এলাকা হিসেবে গড়ে তোলা।
* ধান, রবি ফসল ও মৎস্য চাষের ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা।
* হাওর অঞ্চলের ফসলের উন্নয়ন কল্পে নদী এবং খাল খনন কাজের উন্নয়ন।
অফিস উদ্বোধন ও আলোচনা সভায় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ নানান শ্রেণীর বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :