মুক্তি পেল শাল্লার তরুণ সাংবাদিক বিপ্লবের লেখা গান


sylnews24 প্রকাশের সময় : মে ১৭, ২০২৪, ৩:২৯ অপরাহ্ন /
মুক্তি পেল শাল্লার তরুণ সাংবাদিক বিপ্লবের লেখা গান

স্টাপ রিপোর্টার : মুক্তি পেল শাল্লার তরুণ সাংবাদিক বিপ্লব রায় লেখা প্রথম গান, গানের শিরোনাম ‘দেখবে নয়ন মেলে এই জগৎ অন্ধকারে’।

এটি বিপ্লব রায়ের লেখা অধ্যাত্মিক গান। গানটির মিউজিক কম্পোজ করেছেন সুজিত চক্রবর্তী।

সুর করেছেন শাল্লার আরেক উদীয়মান সূর্য গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী বিজয় সরকার। গানটি গেয়েছেন সিলেটের শিল্পী দিব্যানী দাস মিতালী। শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও সুরকার বিজয় সরকারের অফিসিয়াল ফেসবুক পেইজে গানটি প্রকাশ করা হয়েছে।

শুক্রবার ১৭ মে আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে গানটি প্রকাশ করা হয়। বিপ্লব রায়ের লেখা আরো দুটি গান মুক্তির অপেক্ষায়, গানগুলো হলো, কেউ হিন্দু কেউ মুসলমান, সবাই বলি আল্লাহ ভগবান ও বড় লোকের মাইয়া দেইখা প্রেম করিও  না, পিরিতের জ্বালায় অঙ্গ জ্বইলা হইবা দিওয়ানা এই দুটি গান অচিরেই মুক্তি পাবে।

বিপ্লব রায়  আরো বলেন আমি গানকে ভালবাসি। আর এই ভালবাসার মধ্যে দিয়েই নিজের প্রচেষ্টায় কিছু গান লিখার চেষ্টা করছি, শ্রোতাদের ভালবাসা পেলে আরো ভাল কিছু করার চেষ্টা করবো। উল্লেখ্য

বিপ্লব রায় পেশায় একজন সাংবাদিক। তিনি দৈনিক জনকণ্ঠ ও এশিয়ান টিভির শাল্লা প্রতিনিধি।