হাবিবুর রহমান হাবিব (শাল্লা প্রতিনিধি) : বঙ্গবন্ধুকে একদিনে হত্যা করা হয়নি। দীর্ঘ ছয় মাস পরিকল্পনা করে খন্দকার মোশতাক বাহিনী বঙ্গবন্ধুকে হত্যা করে। আজকের এই জাতিকে বিনষ্ট করার জন্য গণহত্যা করা হয়েছিল। যারাই এই হত্যাকান্ড ঘটিয়েছিল এদেশে তাদের অনেকেরই বিচার হয়েছে, বাকিদেরও বিচার একদিন এদেশের মাটিতেই হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি, পেয়ছি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, একাত্তরের পরাজিত শক্তির ও তাদের দোসরদের কাছে কখনোই মাথানত করা যাবেনা।
১৫ আগস্ট মঙ্গলবার জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শাল্লা উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেবের সভাপতিত্বে ও উজান যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা স্বর্ণালি মজুমদার স্বর্ণার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন মানুষের স্বাধীনতা ও অধিকার আদায়ের যুদ্ধ ঘোষণা করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।এদেশের মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা ও তিনিই করেছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস ও মহিলা ভাইস-চেয়ারম্যান অমিতা রানী দাশ।
বক্তাগণ আরো বলেন যিনি বাঙালি জাতিকে সারা বিশ্বের মাঝে পরিচয় করিয়ে দিয়েছেন, আজকের এই দিনে সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
১৫ই আগস্ট এক বিভীষিকাময় দিন। এই দিনটি আমাদেরকে মনে করিদেয় কিভাবে ঘাতকরা এই মহান নেতাকে হত্যা করেছিল।
এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন সহসহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, অফিসার ইনচার্জ মো.আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ অলিউল হক, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার মিয়া, বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, প্রমূখ নেতৃবৃন্দ।
সবায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অন্যদিকে শোকাবহ ১৫ই আগস্ট উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৬ টি ট্যাব মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়, এবং শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ গণ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিস্তর বক্তব্য প্রদান করেন।
অন্যদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে আটগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শ্যামারচর আলিয়া মাদ্রাসা মাঠে আটগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুন আল কাওসারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন মিন চৌধুরী) ।
উক্ত অনুষ্ঠানে আটগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী সহ এলাকার হাজারো লোকজন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :