শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা : কে হচ্ছেন শাল্লা উপজেলার কান্ডারি


sylnews24 প্রকাশের সময় : মে ৬, ২০২৪, ৪:৫৭ অপরাহ্ন /
শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা : কে হচ্ছেন শাল্লা উপজেলার কান্ডারি

স্টাপ রিপোর্টার : আজ ৬ মে ২০২৪ মধ্যে রাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা, শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্থ প্রার্থীরা।

নানা প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয় করার চেষ্টা, তবে উপজেলার উন্নয়নের স্বার্থে যোগ্যতার চুলচেরা বিশ্লেষণ করে ভোট দিতে চান ভোটার গণ।

যোগাযোগ, শিক্ষা , উন্নত স্বাস্থ্য সেবা সহ  বিভিন্ন  দিক দিয়ে শাল্লা উপজেলার   উন্নয়ন কে আরো বেগবান করার লক্ষে প্রার্থী নির্বাচনে গুরুত্ব দিচ্ছেন তরুণ ভোটারগণ।

৮ মে বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন, আটগাঁও, হবিবপুর, বাহাড়া ও শাল্লা এই ৪টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত শাল্লা উপজেলা। এখানে প্রায় লক্ষের কাছাকাছি ভোটার রয়েছেন।

দেখার বিষয় জনতার রায়ে কে হচ্ছেন শাল্লা উপজেলার কান্ডারি। শেষ মুহূর্তে গলায় কে পড়েন বিজয়ের মালা।

এবার শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে  সাবেক উপজেলা চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার ( আনারস) , অ্যাডভোকেট অবনী মোহন দাশ ( ঘোড়া), সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ (মোটরসাইকেল) ও  এস এম শামীম ( দোয়াত কলম),  প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া এখানে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে- মোঃ সাইফুর রহমান-(উড়ো জাহাজ) , আব্দুল মজিদ-(চশমা), অরিন্দম চৌধুরী অপু- (মাইক),  কালীপদ রায় -(বই), মোঃ হাজিরুল ইসলাম- (তালা),  ফেনী ভূষণ সরকার- (আইসক্রিম), প্রদীপ দাশ-(বৈদ্যুতিক বাল্ব) , বিষ্ণুপদ দাশ-(টিয়া), শেখ শহিদুল ইসলাম-(টিউব ওয়েল)    এবং নারী ভাইস চেয়ারম্যান  পদে- শর্বরী মজুমদার-(পদ্ম ফুল), মোছাঃ আলপিনা আক্তার-(হাঁস), মর্তুজা আক্তার-(ফুটবল), মোছাঃ ছায়া মনি আক্তার সুরমা (কলস)- প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।