শাল্লায় ধান সংগ্রহ শুরু


sylnews24 প্রকাশের সময় : মে ৭, ২০২৪, ৯:৩৭ পূর্বাহ্ন /
শাল্লায় ধান সংগ্রহ শুরু

স্টাপ রিপোর্টার : সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪টি ইউনিয়ন কৃষকদের নিকট থেকে শাল্লা উপজেলা  খাদ্য গুদামের অধীনে সরকারি ভাবে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

৭ মে মঙ্গলবার উক্ত কার্যক্রমের উদ্বোধন  করা হয়।

উক্ত উদ্ভোবনী কার্যক্রমে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অমিতা রাণী দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা  (অঃ দাঃ) আল-বশিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা রাজিব হাওলাদার, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দূস সাত্তার মিয়া, সংগ্রহ কমিটির কৃষক প্রতিনিধি বসন্ত কুমার বৈষ্ণব, কৃষক সুবীর সরকার পান্না সহ প্রমূখ গণ্যমাণ্য লোকজন অংশগ্রহণ করেন।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল হক চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে  ধান সংগ্রহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান এবার শাল্লা উপজেলার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা  ৩৪৯৮ মেট্রিকটন, ৩২ টাকা কেজি ধরে প্রতি মনের মূল্য হচ্ছে ১২৮০ টাকা।

তিনি আরো জানান কৃষি অফিসের তালিকা ভুক্ত কার্ড ধারী প্রতি কৃষক সর্বোচ্চ ৩ মেঃ টন ধান দিতে পারবেন।