শাল্লায় ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা সম্পন্ন


sylnews24 প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ন /
শাল্লায় ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে ২৯ জানুয়ারি সোমবার ২০২৩-২৪ অর্থ বছরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  (৪৫ বিজ্ঞান মেলা) ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

প্রতিযোগিতা শেষে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মন্ জুর আহসান জিসানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কালীপদ দাসের সঞ্চালনায় এক মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান।

মেলায় ১টি কলেজ ও ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীগণ নিজ নিজ স্টল নিয়ে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীগণ প্রযুক্তি নির্ভর নানাবিধ উদ্ভাবনী বিষয় প্রদর্শন করেন।

সবশেষে সম্মানিত সম্মানিত বিচারক গণের রায়ে বিজয়ী গিরিধর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীগণের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।