
নিজেস্ব প্রতিবেদক : শিক্ষা আজ কেবল শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে এটি বহুমাত্রিক অভিজ্ঞতায় রূপ নিচ্ছে। ময়মনসিংহে অনুষ্ঠিত শিক্ষক মিলনমেলা ২০২৫ শিক্ষক সমাজকে একত্রিত করে অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ শিক্ষার পথনকশা তৈরির সুযোগ দিয়েছে। শিক্ষকের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম “শিক্ষকের কলাম”-এর উদ্যোগে আয়োজিত এ মিলনমেলা কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির আলোকে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে।
আজ ১৮ ডিসেম্বর ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজে আয়োজিত শিক্ষক মিলনমেলায় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষকের ভূমিকা ও প্রস্তুতি। আলোচকরা শিক্ষকের পরিবর্তিত দায়িত্ব, প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা এবং শ্রেণিকক্ষে এআইয়ের সম্ভাবনা ও সীমাবদ্ধতা তুলে ধরেন। তাদের অভিমত প্রযুক্তি কখনো শিক্ষকের বিকল্প নয়, এটি শিক্ষকের কাজকে আরও গভীর ও কার্যকর করে।
মিলনমেলায় দেশের ৩৫টি জেলার দেড় শতাধিক শিক্ষক অংশ নেন। তারা বাস্তব অভিজ্ঞতা, প্রযুক্তিনির্ভর পাঠদান কৌশল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ওপর মতবিনিময় করেন। এতে নবীন শিক্ষক নতুন অনুপ্রেরণা লাভ করেন, আর অভিজ্ঞরা ভবিষ্যৎ শিক্ষার দিকে তাকিয়ে নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে শিক্ষক সম্মাননা প্রদান পর্বটি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অবদান এবং অনলাইন শিক্ষায় উদ্ভাবনী ভূমিকার স্বীকৃতিস্বরূপ সম্মাননায় ভূষিত হন সিলেট সদর উপজেলার সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফয়সল আহমদ বাবুল। মাদ্রাসা শিক্ষায় আধুনিক প্রযুক্তির সফল প্রয়োগ এবং শিক্ষামূলক কনটেন্ট নির্মাণে তাঁর নিরলস প্রচেষ্টা অনুষ্ঠানে বিশেষভাবে প্রশংসিত হয়।
ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজিয়া সুলতানা। শিক্ষকের কলাম এর সভাপতি অধ্যক্ষ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং নাসিমা আক্তার পপি ও মাহমুদা আক্তারের যৌথ সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো. জয়নাল আবেদিন খান, উপাধ্যক্ষ প্রফেসর মঈন উদ্দিন, মাউশির শিক্ষা অনলাইনের প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক মোহাম্মদ কবীর হোসেন, অধ্যাপক আবু তাহের চৌধুরীসহ শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শিক্ষকের কলাম’-এর এডমিন শরিফুল ইসলাম বলেন, ফয়সল বাবুলের মতো শিক্ষকরা তাঁদের সৃজনশীলতা ও নিষ্ঠার মাধ্যমে অনলাইন শিক্ষাকে সমৃদ্ধ করছেন। সম্মাননা গ্রহণ করে ফয়সল আহমদ জানান, এই স্বীকৃতি তাঁকে আরও দায়িত্বশীল করেছে এবং তিনি যুগোপযোগী শিক্ষা কার্যক্রমে নতুন উদ্যোগ নেবেন।
সব মিলিয়ে, শিক্ষক মিলনমেলা ২০২৫ শিক্ষক সমাজের ভাবনা ও অভিজ্ঞতার মিলনস্থল হয়ে উঠেছে। প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে এই আয়োজন ভবিষ্যৎ শিক্ষার পথে আশাব্যঞ্জক দিকনির্দেশনা দিয়েছে।
আপনার মতামত লিখুন :